২২’শ মানব ভ্রুণ চিকিৎসকের বাসায় মিলল !

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় এক চিকিৎসকের বাসা থেকে ২২শ’ মানব ভ্রুণ উদ্ধার করা হয়েছে। এমন ঘটনাকে অবিশ্বাস্য বলছেন প্রতিবেশীরা। গত ৩ সেপ্টেম্বর মারা যান ওই চিকিৎসক।

অবশ্য তার আইনজীবীর দাবি ভালো কোন উদ্দেশ্যেই হয়তো ভ্রুণ সংরক্ষণ করছিলেন জর্জ ক্লোপার। এবার সেই রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

প্রতিবেশীরা বলছেন, ভাবা যায় দুই হাজারের বেশি শিশুর মরদেহ একটি বাসায়? সত্যি খুবই নেক্করজনক কাজ এটি।
অভিযোগ রয়েছে, ওই চিকিৎসক কয়েক দশক ধরে তিনটি হাসপাতালে কর্মরত ছিলেন; তবে গর্ভপাতের কোন তথ্য নথিভুক্ত করতেন না তিনি।

জর্জ ক্লোপার এর স্ত্রীর আইনজীবী কেভিন বুলজার বলেন, তিনি ভালো কিছুই করছিলে হয়তো। তবে কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে সংগ্রহ করলে এমন সমস্যায় পড়তে হতো না

এর আগে, অনিয়মের কারণে ২০১৬ সালে চিকিৎসক জর্জের মেডিকেল লাইসেন্স বাতিল করে মার্কিন সরকার। গেল তিন সেপ্টেম্বর মারা যান তিনি। এই অবস্থায় জানা কঠিন, ঠিক কি কারণে তিনি এসব ভ্রুণ সংরক্ষণ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *