ডিপি ডেস্ক :
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বলেন, রাউজান আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।