কুষ্টিয়ার দৌলতপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

জরায়ুমুখ ক্যান্সার রোধে কুষ্টিয়ার দৌলতপুরে ‘জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেফাই নুর আরেফিন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী ও সাংবাদিক শরীফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, দৌলতপুর থানার প্রতিনিধি ও আমন্ত্রিত সুধীজন।

 

‘এক ডোজ টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।

 

এছাড়া আরও বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাছরিন আক্তার।

 

আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত একমাস ব্যাপী ইপিআই কার্যক্রমে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অর্থাৎ ১০ বছর থেকে ১৪ বছর বষয়ী সব কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার রোধে এক ডোজ এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়।

 

সভায় ইপিআই কার্যক্রমে ‘জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *