Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ ঘরে বাবা-মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ছেলে। বুধবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে ঘরের বৈদ্যুতিক বোর্ড বিদ্যুতায়িত হয়ে ছিলো। এসময় মেয়ে সাবা খাতুন (১৩) বিদ্যুতায়িত হলে মা রুপা খাতুন (৩৫) তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে বাবা সালাম (৪০) তাদের বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এরপর ছেলে সিয়ামও (৯) তাদের কাছে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়। ছেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসার অদূরে জেলখানা মোড়ে ফটোকপির দোকান ছিল নিহত সালামের।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল জানান, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

Exit mobile version