প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১০:১৬ পি.এম
ছাত্রলীগ নিষিদ্ধের পর যা বললেন সমন্বয়করা
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধে খবরে তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থী। আনন্দ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তারা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মুজিববাদী ছাত্রলীগের নির্যাতনের শিকার। ছাত্রলীগ চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, অপহরণের মাধ্য সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিয়ন বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটেছে।এ থেকে অন্যরা শিক্ষা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে, আমরা এটা প্রত্যাশা করি। আর কেউ ছাত্রলীগের পথ অনুসরণ করলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে।’
সমন্বয়ক হাসেম আলী খান বলেন, ‘আজ হাসিনাও নাই, তার গুণ্ডা ছাত্রলীগও নাই। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল।
তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। আমরা সর্বদায় তাদের প্রতিরোধ করব। বাংলাদেশে আর কোনো মুজিববাদীর জায়গা হবে না।’
এ সময় সমন্বয়ক আব্দুল কাদের ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।