ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি

ডিপি ডেস্ক :

 

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার খোলাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এসব শেল্টারে ৩ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে। অন্যদিকে ‘ডানা’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হয়েছে।

 

খুলনা জেলা প্রশাসকের দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিতে পারেন। এসব শেল্টারে ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন আশ্রয় নিতে পারবে। এ ছাড়া তিনটি মুজিবকিল্লায় ৪৩০ মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনা খাবার ও ওষুধ। স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে।
অন্যদিকে উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। এসব উপজেলায় প্রস্তুত থাকবে ৫ হাজার ২৮০ স্বেচ্ছাসেবক। 

খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ১০-১২ কিলোমিটার বেড়িবাঁধ দুর্বল রয়েছে। তবে এই আবহাওয়ায় বাঁধগুলো এখন মেরামত করা সম্ভব নয়।তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় পৌনে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *