ডিপি ডেস্ক :
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার খোলাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এসব শেল্টারে ৩ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে। অন্যদিকে ‘ডানা’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হয়েছে।
খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ১০-১২ কিলোমিটার বেড়িবাঁধ দুর্বল রয়েছে। তবে এই আবহাওয়ায় বাঁধগুলো এখন মেরামত করা সম্ভব নয়।তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় পৌনে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরো বাড়তে পারে।