অনলাইন ডেস্ক : মহাকাশে প্রথমবারের মতো নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ২০২২ সালে প্রথমে ৫০ জনকে মহাকাশে পাঠানো হবে। এতে সহযোগিতা করছে চীন।
রোববার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফুয়াদ হোসাইন একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, পাকিস্তান আগামী ২০২২ সালে মহাকাশে নভোচারী পাঠাবে। ২০২০ সালে এর প্রস্তুতি শুরু হবে। পাকিস্তানের এই নভোযাত্রায় সহায়তা করবে চীন।
পাক মন্ত্রী বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান হচ্ছে দ্বিতীয় দেশ যারা প্রথমে মহাকাশে রকেট পাঠিয়েছিল। ১৯৬৩ সালে পাকিস্তান মাহাকাশে রকেট পাঠায়।