ভারতের পুনেতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

 

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলা থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

২৩ অক্টোবর, বুধবার ভারতের পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয়ে অভিযান চালিয়েছে পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। এ সময় ১৫ জন পুরুষ, চারজন নারী ও তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে দশজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গত ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুনে পুলিশ।

পঙ্কজ দেশমুখ বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

তিনি আরও বলেন, যারা ওই বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা কেন ভারতে অবস্থান করছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি ওই নাগরিকদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। এই বাংলাদেশিরা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সূত্র: ইন্ডিয়া হেরাল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *