
কুষ্টিয়া প্রতিনিধি :
চার দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সভাপতি আরাফাত ইসলাম এবং সেক্রেটারি শান্ত ইসলামের নেতৃত্বে দশম গ্রেডের শূন্য পদে নিয়োগ এবং চার বছর মেয়াদি অ্যাকাডেমিক কোর্স চালুসহ চার দফা দাবি আদায়ে মজমপুর গেটে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধন করে দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আজকের অবস্থান কর্মসূচি থেকে তারা জানিয়েছে দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন করবে।
দাবি সমূহের মধ্যে রয়েছে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন চাই কমিউনিটি ক্লিনিক সহ সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে পাস করা ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা, অনতিবিলম্বে প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ অথবা রাষ্ট্রীয় চিকিৎসা অনুসরণ বোর্ড অফ বাংলাদেশ নামে প্রয়োজনীয় বিষয়াদি সংশোধন করা, প্রথম বার্ষিকী পরিকল্পনা এবং ম্যাটস শিক্ষা কারিকুলাম এর সাথে সামঞ্জস্য রেখে ক্লিনিক্যাল বিষয়ে উৎস শিক্ষার ব্যবস্থা করা। অসংগতিপূর্ণ কোর্স সংশোধন করে পূর্বের ন্যায় এক বছরের ভাতা সহ ইন্টার্নশিপের ব্যবস্থা করা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.