Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শীতের আগমনী হালকা কুয়াশায়

অনলাইন ডেস্ক :

 

প্রকৃতিতে এখন হেমন্তের নতুন সাজ। কার্তিক ও অগ্রহায়ণ মাস পরেই শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ায় এখন আসতে শুরু করেছে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বাতাসের হিম হিম অনুভব হচ্ছে রাতে। ভোরে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশার দেখা মিলছে। ঘাসে জমছে বিন্দু বিন্দু শিশির। রাজধানীতেও ভোরের হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা দিচ্ছে।

মাত্র ১০ দিন আগেও চলছিল থেমে থেমে বর্ষার ঢল। এখনো অনেক জায়গায় ডুবে আছে ফসলের মাঠ, ফসলের খামার এবং সবজির ক্ষেত। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানা পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম বায়ু আসতে শুরু করেছে। তবে এর মাঝেই আবার দক্ষিণের বায়ুও আসছে। ফলে বাতাসের হিমহিম ভাবও যেমন পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতে বা শেষ রাতে হিমেল হাওয়া মিলছে কিছুটা। একই সঙ্গে গরম বাতাসও পাওয়া যাচ্ছে। ফলে একটা মিশ্র অবস্থা। তবে শীতের বাতাস আসতে শুরু করেছে এটা বলাই যায়।

 

বর্তমানে রাজধানীতে রাত ১০টার পরে বাতাসে শীতের আমেজ মিলছে। শেষ রাতে তা আরও বেশি টের পাওয়া যায়। এছাড়া গ্রাম অঞ্চলে অনেকেই মোটা কাপড় নামানোর প্রস্তুতি নিচ্ছেন। দিনে গরম থাকলেও রাতে ফ্যানের বাতাসে গায়ে চাপাতে হচ্ছে কাঁথা। সেই সঙ্গে দেখা মিলছে কুয়াশাও। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Exit mobile version