Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাজারে আগুন, পুড়ে ছাই দুটি ব্যবসা প্রতিষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের কোটচাঁদপুর ব্রীজঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী দুজন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে তিনি দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠনের সামনে টিনশেডে তৈরি ইউসুফ ইলেকট্রনিক্স-এ মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

ধোঁয়া দেখে সেখানে অনেকেই জড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ইউসুফ ইলেকট্রনিক্সে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। সেই সাথে পাশের পশু খাদ্যের দোকানটিতেও আগুল লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।
আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউসুফ ইলেকট্রনিক্স ও পশু খাদ্যের দোকনটি সম্পূর্ণ পুড়ে যায়।  

ইউসুফ ইলেকট্রনিক্স-র মালিক ইউসুফ আলী জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ টাকার টিভি, পেশার কুকার ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল ছিল ও নগদ ২০ হাজার টাকাও পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত নির্মল হালদার জানান, তার পশু খাদ্যের দোকানে প্রায় ২লাখ টাকার খাদ্য ছিল যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার কুতুব উদ্দীন বলেন, দু’টি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও পাশের আরো কয়েকটি টিন শেডের দোকান রক্ষা করতে পেরেছি।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।    
Exit mobile version