খুলনা প্রতিনিধি :
খুলনায় পুলিশ চারটি সোনার বারসহ মো. রবিউল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে নগরীর ঠিকরাবন্দ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লবণচরা থানা পুলিশ এ সোনার বার উদ্ধার করে।
গ্রেপ্তার রবিউল মাদারীপুর জেলার কালকিনী থানার রায়নন্দপুর মোল্লারহাট গ্রামের আলমগীর সরদারের ছেলে।
লবণচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার বার উদ্ধার করে।বিষয়টি তদন্ত করা হচ্ছে।