কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ আরেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হলো।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ ঘাট এলাকা থেকে নিখোঁজ পুলিশের এএসআই মুকুল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই পুলিশ সদস্য কুমারখালী থানায় কর্মরত ছিলেন।
এর আগে, সোমবার ভোররাতে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য কুমারখালী থানার চার পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। নৌকাটি জেলেদের কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.