অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৩৪, আক্রান্ত ৩০৮৭৯

অনলাইন ডেস্ক :

 

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ২৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৪৩ জন।

এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে ৩০ হাজার ৮৭৯ জনের আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এখন পর্যন্ত ৬১ হাজার ৮১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৪৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৫৮ রোগী। সে হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন চার হাজার ৩৪৪ ডেঙ্গু রোগী। 

প্রেস বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের সবাই পুরুষ। তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন খুলনা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *