
অনলাইন ডেস্ক :
২০২২ সালে সাবিনাদের প্রথম সাফ জয়ের পর এবার সেই শিরোপা ধরে রাখার আনন্দও কোনো অংশে কম নয়। বরং সাফল্য ধরে রাখাটাই সব সময় কঠিন।
আজ সাবিনারা দেশে ফেরার পর পর চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদও মেয়েদের আর্থিক পুরস্কার ঘোষণা দেন। বিসিবি থেকে পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০ লাখ টাকা দিচ্ছে বিসিবি। মেয়েদের টানা এই সাফল্য সামনের দিনগুলোতে তাদের পথ আরো সুগম হবে বলেই আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদষ্টো আসিফ মাহমুদ, ‘আমরা জেনেছি, ফুটবল ও ক্রিকেটে মেয়েদের ক্ষেত্রে কিছুটা বৈষম্য আছে। আমরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেব।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য এখনো কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। জানা গেছে, নতুন সভাপতি তাবিথ আউয়াল এই মূহূর্তে দেশের বাইরে থাকায় বাফুফে কোনো ঘোষণা দেয়নি। তিনি ফিরলে কমিটির অন্যদের সঙ্গে আলোচনা করে সে ব্যাপারে কিছু জানাবেন। গতবার অবশ্য বাফুফের সহসভাপতিদের মধ্য থেকে দুজন ব্যক্তিগতভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই পথে হাঁটেননি কেউ। নতুন কমিটির কাছে অবশ্য মেয়েদের ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আশা করে সবাই।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.