অনলাইন ডেস্ক :
দেশে ফিরেছে সাফজয়ী নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিকেল ৪টার থেকে তাদের ছাদখোলা বাসে করে প্যারেড করে নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে।
সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ১ কোটি টাকার উইনিং বোনাসের চেক হাতে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী শনিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টা সংবর্ধনা দিবেন।
এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন গতকাল বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা জানাতে আমি বাফুফেতে এসেছি। এবং আপনারা জানেন যে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি জানার সাথে সাথেই জাতীয় নারী ফুটবল দলের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন এবং নারী ফুটবল দল স্যারের সঙ্গে দেখা করবে।’
উল্লেখ্য, গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ। হিমালয়ের পাদদেশে আরও একবার উড়িয়ে আসে বাংলাদেশের ঝাণ্ডা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.