অনলাইন ডেস্ক :
পূর্বাভাসে বলা হয়, এদিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এতে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শীতের আবহাওয়া বিরাজ করছে। ফলে মৌসুমী বায়ুর কারণে কখনও সামান্য বৃষ্টি আবার কখনও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।
অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।