২২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি :

 

মেহেরপুরের গাংনীতে ২২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলোক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোরনগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০), গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬)।

 

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাসেম বলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৭ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় আট কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, নগদ সাত হাজার, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত পাখি ভ্যানসহ তিলোক জান, কোহিনূর খাতুন ও ইন্তাজুলকে আটক করা হয়। 

তিনি বলেন, পরে সাহারবাটি ডিসি ইকো পার্কের গুচ্ছগ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ দুই লাখ ৪৯ টাকা জব্দ করা হয়। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *