অনলাইন ডেস্ক :
বিগত সময়ে একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বেশ বিপাকে রয়েছেন অক্ষয় কুমার। তাই আপাতত অ্যাকশন ছেড়ে কমেডির দ্বারস্থ হয়েছেন খিলাড়ি।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল দুর্দান্ত কমেডি প্যাকেজ ‘ভাগাম ভাগ’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা ও পরেশ রাওয়াল।
এর আগে ‘ভাগাম ভাগ’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন।
নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘হেরা ফিরির’ মতো ফ্র্যাঞ্চাইজি। আসবে ওয়েলকামের তৃতীয় কিস্তি। এ ছাড়া ‘গরম মাসালা’র সিক্যুয়ালও আসতে পারে বলে শোনা যাচ্ছে। যে সিনেমাগুলোর মুলে থাকবেন কমেডি কিং অক্ষয় কুমার।