ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জনসচেতনতা উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া জেলা থেকে ভেড়ামারায় কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পৌঁছালে তাকে ফুল দিয়ে বরন করে নেয়। পরে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ এবং রাষ্ট্র কাঠামো মেরামতে দেশ নায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সঙ্গে করে ভেড়ামারা শহরের বাস স্ট্যান্ড, কোচ স্ট্যান্ডে শপিং মল, বিভিন্ন বাজারে পায়ে হেঁটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাই দেন। আগামীতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন আগামী ১৫ বছর ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা আপনাদের ভোট থেকে বিরত রেখেছিলো।
এখন আর সেই দিন নেই। আপনার ভোট আপনি দিবেন।সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন জোাদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল- হুসাইন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী, আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেসুর রহমান, সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, গোলাম রসুল, জিয়াউর রহমান, সহ উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।