দৌলতপুরে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্রের মুখে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাতে দৌলতপুর-কাতলামারী সড়কের ঘোড়ামরা মাঠের মধ্যে ছিনতাই করা হয়।

 

এর আগে শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলা শহরে এক ব্যবসায়ী কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করা হয়।

একমি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও কোম্পানির সংগৃহীত ৪৫ হাজার টাকা ছিনতাই করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাফিজুর রহমান নাটোরের বনপাড়া উপজেলার বড়াইগ্রাম এলাকার লেদু প্রামাণিকের ছেলে।

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বিভিন্ন ফার্মেসি থেকে বকেয়া টাকা সংগ্রহ করে দৌলতপুরে যাওয়ার পথে ঘোড়ামারা মাঠের মধ্যে একদল সশস্ত্র ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বেধড়ক মারধর করেন এবং মোটরসাইকেল ও তার কাছে থাকা কোম্পানির ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরে পথচারী ও গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন। 

এদিকে, শনিবার (২ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলা বাজারের ব্যবসায়ী জিম পোল্ট্রি কমপ্লেক্সের মালিক হাজী নূরুল ইসলাম লতিব মোড়ে নিজ বাড়ি ফেরার সময় বাড়ির ভেতরে পৌঁছানোমাত্র একদল সশস্ত্র ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *