কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়া জেলায় ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি।  

 

শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পর সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

 

কমিটির বিজ্ঞপ্তিতে হাসনাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’।

 

কুষ্টিয়া জেলায় আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঘোষিত এই কমিটির আহ্বায়ক কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান। সদস্য সচিব করা হয়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মো. মোস্তাফিজুর রহমান। 

 

কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ডি বেলাল হোসেন এবং একই বিশ্ববিদ্যালয়ের পারভেজ মোশাররফকে মুখপাত্র করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম-সদস্য সচিব, ৭ জনকে সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *