যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক :

 

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ২৭০। অর্থাৎ মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি পেলে জয় নিশ্চিত।

বার্তা সংস্থা এপি লিখেছে, কমলা পেয়েছেন ২১৪ ভোট, ট্রাম্প পেয়েছেন ২৬৬ ভোট। কিছু সময়ের মধ্যে জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে কমলার সমর্থকদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিপরীতে ট্রাম্প শিবিরে দেখা যাচ্ছে উল্লাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *