‘উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষকদের মানববন্ধন’

কুষ্টিয়া প্রতিনিধি :

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা।

 

৭ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শহরের এন এস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মো. আবু কায়েম, সহ-সভাপতি আব্দুর রহমান ও শিক্ষক নেতা অধ্যাপক টিপু সুলতান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা অতিদ্রুত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন তারা।

 

পরে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *