দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারি চালিত পাখিভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে বেগুনা খাতুন (৬৮) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের চালকসহ আরও ৬ জন আহত হয়েছেন।
৫ নভেম্বর, মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাগপুর পশ্চিমপাড়া ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগুনা খাতুনের মৃত্যু হয়।
নিহত বৃদ্ধা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
পাখি ভ্যানের যাত্রী আহত বৃদ্ধা ছানুয়ারা খাতুন জানান, ক্ষেতে মরিচ সংগ্রহের কাজ শেষে পাখিভ্যানে ৫ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। এসময় প্রাগপুর ফুটবল মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি দ্রুতগামী স্টিয়ারিংয়ের সাথে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাখিভ্যানের চালকসহ ৬ জন জন আহত হলে বেগুনা খাতুনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তারুজ্জান মন্টু বলেন, মাঠে মরিচ তুলে পাখিভ্যানে বাড়ি ফেরার সময় স্টিয়ারিংয়ের ধাক্কায় ভ্যানের চালকসহ ৬ জন আহত হয়। এর মধ্যে বেগুনা খাতুন নামে এক বৃদ্ধা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, ঘটনাটি আমি শুনেছি। তার প্রতিবেশীরা এসেছিল আমার কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিয়ে আনার প্রক্রিয়াধীন রয়েছে।