কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবয়াক কমিটির নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সঙ্গতি দিবস উদযাপন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী।

গত ৩ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম জাতীয় এই কর্মসূচি লোকে-লোকারণ্যে পরিণত হয়। সেখানে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি র্যালি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড়বাজার গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, নুরুল ইসলাম আনছার প্রমাণিক, শেখ সাদী, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মাজেদ, কামাল উদ্দিন ও আল আমিন কানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *