পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক :

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সংগঠনটির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে ৯ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মো আক্তারুজ্জামান, র‍্যাব সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলী।

এছাড়া, সংগঠনকে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, এবং ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *