সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক :

 

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকে বিজিবি সদস্যরা সড়কে টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। এদিন বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজ রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা চৌকি বসানোসহ সতর্ক অবস্থায় নেয় তারা। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *