পুষ্পা ২ ছবির ট্রেলার আসছে

অনলাইন ডেস্ক :

 

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটির অপেক্ষায় কোটি কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রথমটির সাফল্যের পর দারুণভাবে তৈরি হয়েছে দ্বিতীয়টিকে নিয়ে প্রত্যাশা। সবাই দিন গুনছেন কবে আসবে ৫ ডিসেম্বর। এদিনই মুক্তি পাবার কথা ছবিটির।

তবে তার আগে ‘পুষ্পা’ ভক্তদের জন্য এসেছে নতুন সুখবর। সুকুমার পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আসছে ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে মুক্তি পাবে ট্রেলারটি।

টুইটারে এই অফিসিয়াল ঘোষণা স্বয়ং নির্মাতা দিয়েছেন। সেই পোস্টে লেখা ছিল, ‘ম্যাস ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগেই একটি ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং হিট’ ছাড়ব সিনে দুনিয়ায়।’

 

‘পুষ্পা ২’ ছবির প্রথম লুক ও পোস্টার ইতিমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভল্লি চরিত্রে দেখা যাবে ভারতের ক্রাশ রাশমিকা মান্দানাকে।

এর আগে এই সিরিজের প্রথম সিনেমা ‌পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। সেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বক্স অফিসেও রেকর্ডসংখ্যক ব্যবসা করে। মূলত ক্রাইম-ড্রামা ধাঁচের সিনেমাটির গল্প ভারতের আদিবাসী জীবনের পটভূমিতে গড়ে উঠেছে। কাহিনীর কেন্দ্রে রয়েছেন পুষ্পা রাজ নামে এক যুবক যে অবৈধ লাল চন্দন কাঠ পাচারের ব্যবসায় জড়িয়ে পড়ে। ধীরে ধীরে অপরাধী জগতে তার শক্তিশালী নেতা হয়ে ওঠার গল্পই দেখানো হয় ছবিটি। দ্বিতীয় পর্বে দেখা যাবে সেই নেতা হিসেবে পুষ্পা রাজের শাসনকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *