সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার ওপরে থাকা একটি মেশিনের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।  

 

নিহতরা হলেন একই ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজ ছাত্র আব্দুল হাকিম (২০) ও হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৪২)।  

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার ওপরে আগে থেকেই একটি মিক্সার মেশিন (রাস্তার কাজে ব্যবহৃত) দাঁড়ানো ছিল। ওই দুইজন একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *