কুষ্টিয়ায় নিহতদের পাশে আমরা বিএনপি পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ ১৫ জন পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে “আমরা বিএনপি পরিবার”।

শনিবার (৯ নভেম্বর)  কুষ্টিয়া শহরস্থ দিশা টাওয়ারে দুপুর ২ টায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা।  মাসুদ রানা লিটন, মুস্‌তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি হাবিবুল বাশার, মো: হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণশোধ করতে পারবো না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা প্রায় ৩০০ শহিদী পরিবারের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি যারা বেশি আহত হয়েছে গুরুতর আহত হয়েছে যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিন এর ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না আমরা এগুলো ঢাকা শহর খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *