কুষ্টিয়া প্রতিনিধি :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে শহরের বড় বাজার আলো কমিউনিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রতন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব এস এন তরুণ দে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস সাহা আনন্দ।কর্মীসভার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।