মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার গাইন বংশ ও সদ্দার বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সর্দার বংশের তৌহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত মোতাহার আলী সরদারের ছেলে।
এছাড়াও এ ঘটনায় আরও দুজন আহতের ঘটনা ঘটেছে।
নিহতের বড় ভাই জানান, সকালে সর্দার বংশের একজনের বাড়িতে হামলা চালিয়ে গাইন বংশের লোকজন ভাঙচুর চালায়। এ সময় সর্দার বংশের সকলে বাধা দিতে গেলে গাইন বংশের লোকজন তাদের হাতে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলিয়ে চালিয়ে একজনকে তারা হত্যা করেছে।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সকালে খাদিমপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে গাইন ও সরদার বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে আমরা এলাকার অবস্থান করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।