দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহিষকুন্ডি ও মুন্সিগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি তসলিমা খাতুন (৩০) ও রতন আলী (৩৫)কে আটক করেছে।
১১ নভেম্বর, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মহিষকুন্ডি ও মুন্সিগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মো. রাসেল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় প্রাগপুর ইউনিয়নের পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় এরশাদ আলীর বসত ঘর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে আটক করা হয়। পরে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের গাজী মণ্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজাসহ রতন আলীকে আটক করা হয়।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।