
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন।
আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। সে যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহাড়ায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের পূজা ভাঙ্গা প্রতিমায় হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের মহানবমী। তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।আমাদের মণ্ডপে এখন কিভাবে পূজা করবো ভাবছি!
ওসি জামাল উদ্দিন জানান, আটক হুমায়ুন ধারণা করা হচ্ছে পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিল। মন্দির কমিটি লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.