দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও পাতার বিড়ি উদ্ধার হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ৮২ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
৮ নভেম্বর, শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় শুক্রবার বিকেল ৫টায় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/১-এস হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশ অভ্যন্তরে মিস্ত্রিপাড়া এলাকায় জেসিও সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ৭ হাজার টাকা। এদিন বিকেল সোয়া ৪টায় ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-আর হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে ধর্মদহ মাঠে জেসিও নায়েব সুবেদার মো. কাইয়ুম হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
অপরদিকে বৃহস্পতিবার রাত ১১.৪৫টায় রামকৃষ্ণপুর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৪৫/১০-এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে চাইডোবা নামক স্থানে জেসিও নায়েব সুবেদার মো. আফসার আলীর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ ও ১০০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।