অনলাইন ডেস্ক :
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার খুব কাছাকাছি আছে লিওনেল স্ক্যালোনির দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে আগামীকাল ভোরেই। বাছাই পর্বের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনা দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়ার পর প্রথমবার আর্জেন্টিনার হয়ে খেলতে নামবেন মেসি।
মেসি ছাড়াও এটি এমিলিয়ানো মার্টিনেজ এবং জিওভান্নি লো সেলসোর প্রত্যাবর্তনের ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালে বিতর্কিত আচরণের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় অক্টোবরের বাছাই পর্বের ম্যাচে খেলতে পারেননি এমি মার্টিনেজ। আর লো সেলসো চোটের কারণে দলের বাইরে ছিলেন। তবে এই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে পাচ্ছে না লিসান্দ্রো মার্টিনেজ, হেরমান পেজ্জালা এবং নিকোলাস গঞ্জালেজকে। আর এই পর্বে চমক হয়ে এসেছে এনজো বারেনেচিয়ার অন্তর্ভুক্তি।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি জানিয়েছেন, সবশেষ ম্যাচে বলিভিয়ার সঙ্গে খেলা দলটার মতোই এবারের দল হবে। তিনি বলেন, ‘আমি দল প্রায় সাজিয়ে ফেলেছি, এটি বলিভিয়ার বিপক্ষে ম্যাচের দলটাই প্রায়। আমি এটা তাদের এখনও নিশ্চিত করিনি, আমার কিছু সন্দেহ আছে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; নিকোলাস ত্যালিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মলিনা; এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার, রদ্রিগো ডি পল; লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ/ লো সেলসো/ থিয়াগো আলমাদা/ লিয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসি।