ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে পুকুর থেকে ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানায়, শহরের শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনদের দাবি, ১৬ বছর বয়সী সোহান তাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামাুন জানান, এ ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহান নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.