খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

খুলনা প্রতিনিধি :

 

খুলনা নগরীর বড়বাজার এলাকার স্টেশন রোডে পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সোয়া দশটার দিকে জে জে ট্রেডার্স ও আহসান উল্লাহ ট্রেডার্স এর একাধিক গোডাউনে আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ এখনো জানা যায়নি।

 তিনি বলেন, খুলনা বয়রা টুটপাড়া ও খালিশপুরের তিনটি ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যেহেতু পাটজাত পণ্যের গোডাউনে আগুন, সে কারণে আগুন নিয়ন্ত্রণে নিতে একটু সময় লাগছে। রাত বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিল ফায়ার সার্ভিসের সদস্যরা।
অপরদিকে, ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকানের একাধিক গোডাউনের কয়েক কোটি টাকার বস্তাসহ পাট জাতপণ্য পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *