Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের কোটচাঁদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই ভুক্তভোগী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে ওই বিএনপি নেতার দাবি, এটি তার ক্রয়কৃত জমি।
ভুক্তভোগী শেখ আতিয়ার রহমান বলেন, ‘আশির দশকে পাশ-পাতিলা গ্রামের ভরিবালা দাসের কাছ থেকে আমি ৬ শতক জমি কিনি। ওই জমিতে আমি গাছপালা লাগাই। হঠাৎ করেই ২০২১ সালের দিকে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর ও তার ছেলে ব্যারিস্টার সুমন আমাদের জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে। এমনকি আমাদের নামে মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করে।

 

তবে বিএনপি নেতা আবু বকর দাবি করেছেন জমিটি তার ছেলের নামে কেনা। এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি।

 

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমরা উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানিয়েছি।

Exit mobile version