রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী পৌর ছাত্রলীগের সাবেক নেতা তানভীর মিয়াকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশ এ ঘটনা ঘটে।
নিহত তানভীর মিয়া বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে। সে রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাক্তার আবুল হোসেন কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় দুর্বৃত্তরা তানভীরকে কুপিয়ে মারাত্মক আহত কর। এতে তার পেটের আংশিক নাড়ি বের হয়ে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা যাতে কোন ভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ।
তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটা অভ্যন্তরীণ বিষয়।অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো। তবে ভিকটিমের কাছের লোকজন বলছে সে মারা গেছে।