রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক নেতা তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখ এর ছেলে রহিম শেখ (৩০)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে আসামী কাজল ও রহিম শেখকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ এখনো মাঠে কাজ করছেন।
এর আগে বুধবার সকালে নিহতের মামা আলম শেখ বাদী হয়ে এজাহার নামীয় ১০জন এবং অজ্ঞাত আরো ৭-৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে শহরের বিনোদপুর সার্বজনীন মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড়ে তানভীর দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। ১০-১২ জন তরুণ এসে তানভীরের পেটে ও পিঠে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। তানভীর মাটিতে লুটে পড়লে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করেন। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।