Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঘরজামাই থাকতে রাজি না হয়ে যুবকের আত্মহত্যা

ডিপি ডেস্ক :

 

ঘরজামাই থাকার প্রস্তাবে রাজি না হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাইদুর রহমান বাবু (৩৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মারা গেছেন।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া বীজ এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, সাত বছর আগে রাজশাহী জেলার ইসলাম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান বাবুর সঙ্গে নরসিংদী সোনাতলা এলাকার তোহরা বেগমের বিয়ে হয়। তিনি ঢাকার কাফরুল এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ৬ বছরের একটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে তোহরা বেগম তার বাবার বাড়িতে চলে আসেন। বুধবার স্ত্রী তোহরাকে নিতে নরসিংদী আসেন স্বামী সাইদুর। কিন্তু স্ত্রী তার সঙ্গে যেতে রাজি হয়নি স্ত্রী। এরপর স্ত্রী ও তার ভাইদের জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী তূর্ণা নিশিতা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাবু। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া ব্রিজ এলাকায় বাবুর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ নিহতের উদ্ধার লাশ মর্গে প্রেরণ করে।

 

নিহতের ভাই লুতফুর রহমান বলেন, মান-অভিমান করে আমার ভাবি তার বাবার বাড়িতে চলে আসে। আমার ভাই ভাবিকে নিতে নরসিংদী আসে। কিন্তু ভাবি আমার ভাইকে ঘরজামাই থাকার প্রস্তাব দেয়। এতে সে রাজি হয়নি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায়। আমি বুধবার ভাবির হাতে-পায়ে ধরে অনুরোধ করেছি, আমার ভাইকে বাঁচাতে। কিন্তু তিনি বাঁচানোর চেষ্টা করেনি। ভাবি শুধু মাত্র ভাইকে মোবাইলে ফোন করলেই প্রাণে বেঁচে যেত। কিন্তু তিনি তা না করে ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন।

 

রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version