দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেনসিডিলসহ মুকুল হোসেন (৩৪) ও নাজমুল হক (২৪) নামে দুই জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১৩ নভেম্বর, বুধবার দিবাগত-রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মুকুল হোসেনকে আটক করা হয়। অপরদিকে একইদিন রাতে তারাগুনিয়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি নাজমুল হককে আটক করে পুলিশ।
আটক মুকুল হোসেন দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জিয়ারুল মণ্ডলের ছেলে এবং নাজমুল হক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মধুপাড়া গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবীর বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পরে তাদের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।