ডিপি ডেস্ক :
নাইট বিল ও ওটির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন বয়লার ট্রেকনিশিয়ান শাহাদত হোসেন । এবার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন আন্তর্জাতিক গুণীজন সংবধর্না !!
আস সুফিয়া সাহিত্য ও সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা- ২০২৪
উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শাহাদত হোসেন-কে আন্তর্জাতিক গুণীজন সংবধর্না দেওয়া হয় ৷১৫ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার ৷ কেন্দ্রীয় কচিকাচার মেলা, সেগুনবাগিচা, ঢাকা
প্রাকৃতজ শামিমরুমি টিটন কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা। সভাপতি, অনুষ্ঠানে প্রধান অতিথি হাত থেকে শাহাদত এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বীকৃতি স্বরূপ শাহাদত ছাড়াও দেশের আরো তিন’টি সংগঠন’কে এই পুরস্কার দেয়া হয় সাহিত্যবিদ্যা প্রকাশন থেকে.
শাহাদত হোসেন বলেনঃ- ছোট বেলায় বই পড়ার নেশা থেকেই স্থানীয় বইমেলা, লাইব্রেরি, ফুটপাত ও অনলাইন থেকে বই কিনতাম। পড়া শেষ হয়ে গেলে বইগুলো বাসায়-অফিসে পড়ে থাকতো। বইগুলো কাজে লাগানোর ভাবনা থেকেই গত তিন বছর আগে বাড়িতে ছোট্ট পরিসরে পাঠাগার গড়ি। তিনি আরও বলেন, যেকোনো স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।
মেধা বিকাশে সোনালি স্লোগান–
“পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”
সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারঃ অন্ধকার পৃথিবীতে আলো ছড়াবে। অন্ধকারকে বিতারিত করে একটি গ্রাম, জেলা, ও দেশের মানুষকে আলো দেখাবে, আমার চাচা সোনাইম খাঁন যখন এই স্লোগানটি ঠিক করে ছিলেন, তখন আমাদের ধারনায় আসেনী যে, অন্ধকারে আলো জ্বালাতে গেলে কীভাবে আগুনের শিখায় নিজেকে মোমের মতো গলিয়ে যেতে হয়, এবং কত বড়ো বড়ো বাঁধা অতিক্রম করতে হয় !
একটা সমৃদ্ধ পাঠাগার সব ধরনের পাঠকের জ্ঞান তৃষ্ণা নিবারণ করেঃ- বই মানুষের নৈতিক চরিত্র গঠনে অবদান রাখে। বই ছাড়া প্রাকৃত্ব মনোসত্য লাভ করা যায় না, তাই পাঠাগারের মাধ্যমেই একটি উন্নত শিক্ষিত জাতি হিসাবে গড়ে ওঠে !
জাতিয় জীবনে তাই পাঠাগারের প্রয়োজনীয়তা গুরোরুত্ব অপরিসীম # পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিচারপতি হাবিবুর রহমানের বক্তব্য গুরুত্ব পূর্ণ গ্রন্থাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি যা দেশ গড়া কিংবা রক্ষায় কাজে রাখে অমূল্য অবদান !!
ছোট বেলা থেকেই নতুন বইয়ের গন্ধ প্রচন্ড ভালোবাসতাম, যা আজও বিন্দু মাত্র কমলো না। পানির অপর নাম যদি হয় জীবন এবং চোখের নাম দৃষ্টি আর আমার কাছে বইয়ের অপর নাম আলো। জীবনে পরতে পরতে ঘন কুয়াশা ভেদ করে আলোর ছটা ছড়ায় সে সূর্য সন্তান, তার নাম বই # বইয়ের জগতে যে একবার প্রবেশ করেছে একনিষ্ঠাভাবে সেই কুড়িয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতর মনিমুক্ত । আমি একজন বইয়ের গ্রাহক, পাঠক ও সংরক্ষ !!
প্রতিদিন জানার আগ্রাহ জন্ম দিন, যত আপনি আগ্রহো দেখাবেন ততো আপনি শিখবেন, জ্ঞান আপনার চারিপাশে আছে আপনাকে খুঁজে নিতে হবে বিখ্যাত মানুষদের বায়ু গ্রাফি পড়ুন, তাদের অভিজ্ঞাতা থেকে আপনি অনেক কিছুই জ্ঞান আহরন করতে পারবেন
টেকসই জ্ঞান ভিত্তিক সমাজে, উন্নত জাতি ও আলোকিত স্মাট বাংলাদেশ গড়তে কাজকে আরোও বেগবান করতে চাই। বর্তমান আমাদের পাঠাগার এর অবকাঠামোগত সমস্যায় ভুগছে এ সমস্যা নিরসনে সবার সহযোগীতা চাই