গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি

ইবি প্রতিনিধি :

 

গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের বটতলায় আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন। 

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, প্রচার সম্পাদক মিজানুর রহমান এবং প্রোগ্রামটির পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, ‘বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের স্মরণে আজকের এই আয়োজন। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সকল ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *