কুষ্টিয়ায় আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের কাঁটায় খানা মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কুষ্টিয়া পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমীন, বিশেষ অতিথির বক্তব্য দেন- কুষ্টিয়া টিএসসি অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল হক।

স্বাগত বক্তব্য দের আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম সাইদ।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল খাঁন, সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনার রশিদ রশিদ, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী একে শাওন, চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী ভিপি আশরাফ বক্তব্য দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জনসংযোগ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্যিক সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক এ এস এম আতিকুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মসফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *