কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হলো নাইট ফুটবল টুর্নামেন্ট

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে অনির্বাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট।

 

১৭ নভেম্বর, রবিবার রাত ৭টায় উপজেলা পরিষদ চত্বরে এ টুর্নামেন্টের ৫টি দলের খেলা অনুষ্ঠিত হয়।

 

নাইট ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবীর।

 

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপি’র দপ্তর সম্পাদক শের আলী সবুজ, যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলসহ স্থানীয় সুধীজন।

 

নাইট ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় আবির কনফেকশনারী, বিজয় কম্পিউটার, চন্দন ষ্টোর, খাঁন মডেল টাউন ও রানা কম্পিউটার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিনু। ওয়ালটন প্লাজা ও তারিন ইলেকট্রনিক্স-এর সৌজন্যে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *