কুষ্টিয়া প্রতিনিধি :
‘তথ্যই শক্তি-জানব, জানাবো, দুর্নীতি র“খব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি চত্বরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী তথ্য মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপ¯ি’ত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
এছাড়াও উপ¯ি’ত ছিলেন সনাক সভাপতি আসমা আনসারী মীর“, সহ-সভাপতি খোন্দকার আমানুল্লাহ, সাবেক সভাপতি রফিকুল আলম, টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মো: মিজানুর রহমান বলেন, ২৪-এর বাংলাদেশে জনগনের প্রত্যাশা পূরণ ও সমাজ গঠনে দুর্নীতি থেকে মুক্তির কোন বিকল্প নেই। নাগরিক সচেতন হয়ে তথ্য চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য। এবারের জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে দুই দিনব্যাপী আয়োজিত তথ্যমেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেয়েছে চার সহশ্রাধিক নাগরিক।
তথ্যমেলার সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহনকারী ৩০টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। মেলায় সর্বো”চ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুষ্টিয়া সার্কেল নির্বাচিত হয়। এছাড়াও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। সন্ধ্যায় কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি-সনাকের ইয়েস গ্রুপ সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়াও কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আসমা আনসারী মীর“ মেলায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য শাহরিয়ার হোসেন।