ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখা অবস্থায় ভুয়া ডাক্তার গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১ টার দিকে সিভিল সার্জেন ও উপজেলা নির্বাহী অফিসার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে গেলে প্রমানের ভিত্তিতে ভুয়া ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয় এবং ৩ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
মো. রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বলেন, মেহেদী হাসান উনার নাম পদবি ব্যবহার করে নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিচ্ছিল। সিভিল সার্জন এর কাছে অভিযোগ আসে তার প্রেক্ষিতে একটা অভিযান পরিচালনা করা হয় এবং ভুয়া ডাক্তার পাওয়া যায়। যেহেতু আরেকজনের নাম পদবি ব্যবহার করে এবং এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়েছে সেজন্য তাকে আইনের আওতায় এনে জেল, জরিমানা করা হয়।
মো. আকুল উদ্দিন সিভিল সার্জন কুষ্টিয়া তিনি বলেন, আমরা ভুয়া ডাক্তার মেসেজ পেয়ে এখানে এসেছিলাম তার সত্যতা পায় এবং সঠিক বলে মনে হয় তখন আমি ইউএনও মহোদয়কে ফোন দেই উনি আসেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
নিরাময় ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক মো: আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের এখানে ৩ সপ্তাহ যাবত এই ডাক্তার আসেন, আমরা সার্টিফিকেট যাচাই করার আগেই সিভিল সার্জেন আসেন এবং ভুয়া ডাক্তার হিসেবে প্রমাণ পান তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।